দিনেশ কার্তিক আনুষ্ঠানিকভাবে এখনো আইপিএল থেকে অবসরের ব্যাপারে কিছুই জানাননি। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রাতে আইপিএলের এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্সর যে দৃশ্যের অবতারণা হয়েছিল, তা দেখেই ব্যাপারটা আন্দাজ করে নেওয়া যায়। কাল সম্ভবত আইপিএলে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন কার্তিক। আইপিএলের অন্যতম সম্প্রচারকারী চ্যানেল জিও সিনেমা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তাঁর অবসরের ইঙ্গিত দিয়েছে।